প্রকাশিত,২২,অক্টোবর
স্টাফ রিপোর্টার:
ঢাকার পূর্ব রামপুরা এলাকার মৌলভীরটেক এলাকায় পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে গৃহবধূ আকলিমা পারভিন সুমি ও তার ভাই মামুনুর রশিদের উপর হামলার অভিযোগ উঠেছে তারই আপন ভাই হারুনুর রশিদ, মামা শাহ আলম, মামী রুবি বেগম এবং শাহ আলমের দুই ছেলে হাসান এবং হোসাইনের বিরুদ্ধে। এবিষয়ে রামপুরা থানায় গৃহবধূ সুমি ও তার ভাই মামুনুর রশিদ দুইটি আলাদা আলাদ অভিযোগ দায়ের করেছেন।
দুই অভিযোগ সুত্রে জানাযায়, পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিগত দুই বছর ধরেই তাদের মধ্যে ঝামেলা চলে আসছিলো। এরই জের ধরে গতকাল সোমবার আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে মৌলভীর টেক সুমির বাবার বাসায় গিয়ে ও পরে আনুমানিক ১০ টার দিকে নতুন বাগ লোহার গেট সংলগ্ন মামুনুর রশিদের দোকানের সামনে গিয়ে তাদের মারধর করা হয়।
এ বিষয়ে একাধিকবার বিবাদী দের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
হামলার শিকার আকলিমা পারভিন সুমি বলেন, আমারদের পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিগত দিনে যেই ঝামেলা চলে আসছে তার মূলে রয়েছেন আমার মামা। অথচ তার এই সম্পত্তিতে কোন ভাগই নেই। আমাদের ভাই বোন দের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে তিনি মজা দেখছেন। আমি চাই আমার এবং আমার ভাইয়ের উপর হামলা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি হোক।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মহসিন ঘটনার সত্যতা শিকার করে বলেন তাদের মধ্যে পারিবারিক মারামারি হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :