পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয় কর্তৃক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-২০, ৬:০৮ অপরাহ্ন /
পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয় কর্তৃক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি

অদ্য ২০-০৮-২০২৩ খ্রি. তারিখ জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয় ঠাকুরগাঁও সদর থানার মামলা নম্বর-৩০ তারিখ-১৯/০৮/২০২৩ খ্রি. এর স্টিফান তিরকি হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঠাকুরগাঁও ও অফিসার ইনচার্জ ঠাকুরগাঁওসহ অন্যান্য কর্মচারীগণ। ঠাকুরগাঁও থানাধীন পরিষদ পাড়া এলাকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সুপার মহোদয় হত্যার ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বাদীসহ এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস প্রদান করেন।