পুরো বাংলাদেশকেই পরিবর্তন করতে চাই- চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-২৮, ১২:০৩ পূর্বাহ্ন /
পুরো বাংলাদেশকেই পরিবর্তন করতে চাই- চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

প্রকাশিত,২৭, সেপ্টেম্বর

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সানন্দবাড়ী (মৌলভীরচর) এর কৃতি সন্তান এডভোকেট তাজুল ইসলাম এ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চীফ প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনার আয়োজন করেন বৈষম্য  বিরোধী ছাত্র জনতা সানন্দবাড়ী ডিগ্রী কলেজ। শুক্রবার ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন সানন্দবাড়ী ডিগ্রী কলেজ অডিটরিয়াম রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্র জনতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক, শিক্ষার্থী কানিজ ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে  মাহমুদুল হাসান, দিপু হাসান, রিয়াজ হাসান শান্ত ,  রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সুজন মাহমুদ।

সংবর্ধনা অনুষ্ঠানে এ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, আপনারা আমার সাথে থাকলে শুধু আমার সানন্দবাড়ী নয়, পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ পরিবর্তন হলে সানন্দবাড়ী পরিবর্তন হবে ইনশাল্লাহ।

এর পূর্বে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) ও এসএসসি ব্যাচ ১৯৮৮, চীফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সংবর্ধনা দেন।

একই দিন বিকাল ৪টায় মৌলভীরচর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর পক্ষে চীফ প্রসিকিউটর এ্যাডভোকেট তাজুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দেন। এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ যেন পালন করতে পারেন সকলের কাছে দোয়া কামনা করেন।