প্রকাশিত,৩১, জুলাই,২০২৩
রুবেল চিরিরব বন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাজারের ব্যাগ থেকে উদ্ধার ফেনসিডিল, যুবক গ্রেফতার
দিনাজপুরের পার্বতীপুরে ফেনসিডিলসহ গোলাম রব্বানী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় পৌর শহরের ঢাকা মোড় কোচস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনসিডিলের একটি চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানার এসআই সাজিদুল ইসলাম সাজিদের নেতৃত্বে শহরের ঢাকা মোড় এলাকায় অভিযান চালায় একদল পুলিশ। এ সময় কোচস্ট্যান্ড থেকে বাজারের ব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিলসহ গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম রব্বানী চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর দাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রব্বানী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম বলেন, গোলাম রব্বানীর বিরুদ্ধ থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :