প্রকাশিত,০২, ফেব্রুয়ারি,২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা জড়িয়ে গেছেন উটতি মডেলদের দিয়ে নানা অপকর্মের মাধ্যমে অর্থ আয়ের দিকে।
সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উটতি মডেলদের এক অনুষ্ঠানে এই চিত্র ফুটে উঠে।
জানা যায়, পারভীন জামান কল্পনার বক্তিগত সহকারি জাহিদ শাওনের মাধ্যমেই উটতি মডেলদের সঙ্গে জড়িয়েছেন। শাওন মুলত উটতি মেডেলদের দিয়ে নানা অপকর্মের কাজে পাঠায়। যার সকল অপকর্মের সেল্টার দেন পারভীন জামান কল্পনা। যে কোন সমস্যা সৃষ্টি হলে ফোন চলে আসে কল্পনার কাছে, এতে অনেক দলীয় নেতা এবং পুলিশ কর্মকর্তা বিব্রত বোধ করেনন এমন খবরও এখন মুখে মুখে।
এছাড়া এই সকল অপকর্মের কারণে ঝিনাইদেহ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই ঘনিষ্ট শাওনকে সরিয়ে দেন। পরে সেল্টারের জন্য আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কল্পনার সাথে। কল্পনাও অর্থ আয়ের লোভ সামলাতে না পেরে সঙ্গি করে নেন এই শাওনকে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির এক সদস্য জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সংসদীয় আসন ভিক্তিক সমন্বয় কমিটিতে জাহিদ শাওনের নাম দেন পারভীন জামান কল্পনা। পরে সাবেক ছাত্র নেতাদের রোশানলে পড়ে নাম কাটতে বাধ্য হন কল্পনা।
আপনার মতামত লিখুন :