প্রকাশিত,১৩জানুয়ারি,২০২১
বিশেষ প্রতিনিধিঃ-
পাবনা বিআরটিএ যেন দালালদের দখলে এই শিরনামে গত ৭ জানুয়ারি সংবাদ প্রকাশ করায় পাবনা বিআরটি এর মোটরযান পরিদর্শক তারেক ফোনে তার নিজ নম্বর থেকে অকর্থ ভাষায় সাংবাদিক সংবাদ প্রকাশ করার জন্য মা-বাবা তুলে গালাগালি করে। গালাগালি এক পর্যায়ে দেখে নেয়ার হুমকি দেন এবং বলেন তুই অফিসে আয় না হয় বাইরে দেখা কর।তার পর সে
একজন দালাল এর ফোন থেকেও সংবাদকর্মী কে হুমকি ও মারধরের কথা বলায় যার যথেষ্ট প্রমাণ সংরক্ষিত আছে
।সে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক কে ঘুষ দিতে জোরাজোরি করে কোন লাভ না হওয়ায় সে সংবাদ প্রকাশ এরপর এই গুলো করে।
এই কারনে সাংবাদিক হিসেবে আমার সংবাদ সংগ্রহ কাজে বেঘাত ঘটছে ও আমি নিরাপত্তায় ভুগছি।
আশা করি বিআরটিএর উর্ধতন কর্মকর্তারা এটার প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আপনার মতামত লিখুন :