জামিরুল ইসলাম জয়পুুরহাট জেলা প্রতিনিধি
স্বামী তার স্ত্রীকে কুপিয়ে আহত করার পর শ্বাসরোধ করে হত্যা!
জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড বেলআমলা গ্রামের শ্রী অনুকূল (৩৫) তার স্ত্রী মনিকা রানী (২৪) কে কুপিয়ে আহত করার পর শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে শ্রী অনুকূলের পিতা শ্রী হরেন তার স্ত্রী কে সঙ্গে নিয়ে তার মেয়ের বাসায় বেড়াতে গেলে বাড়ি তে কেউ না থাকায় শ্রী অনুকূল তার স্ত্রী মনিকা রানী কে কুপিয়ে আহত করার পর শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে বাড়ির প্রধান গেট এ তালা দিয়ে পালিয়ে যায়।
পরে গতকাল বুধবার সকালে শ্রী হরেন বাড়িতে এসে গেট এ তালা দেওয়া দেখে তালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করলে রুমের ভিতরে মৃত মনিকা রানীর লাশ দেখতে পায়। পরে প্রতিবেশী সহ পুলিশ ও সাংবাদিক সেখানে উপস্থিত হয়।
প্রতিবেশী দের থেকে জানা যায়, শ্রী অনুকূল প্রতিনিয়ত নেশা করে তার স্ত্রী মনিকা রানী কে মারধর করত এবং বিভিন্ন ধরনের অত্যাচারসহ ভাত খেতে দিতো না।
অবশেষে গতকাল বাড়ি ফাঁকা পেয়ে কুপিয়ে আহত করার পর শ্বাসরোধ করে হত্যা করে।
আপনার মতামত লিখুন :