পরশমনি স্মৃতি ফুটবল টুনামেন্ট জয়ী ব্যাচ ২০১১


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০১-৩০, ৪:৩৩ অপরাহ্ন / ১৭
পরশমনি স্মৃতি ফুটবল টুনামেন্ট জয়ী ব্যাচ ২০১১

প্রকাশিত, ৩০ জানুয়ারি, ২০২১

তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী পরশমনি উচচ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন পরশমনি সতীর্থ ফোরাম ( পি, এস, এফ, ) ২০১৫ এর উদ্দোগে ১৯ ৬৫ সাল থেকে ২০২০ সাল পযন্ত সকল সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত পরশমনি স্মৃতি ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা আজ বিকেল ৩ ঘটিকায় পলাশবাড়ী পরশমনি উচচ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়
খেলায় ২০১৮ ব্যাাচ কে ৩ – ২ গোলে হারিয়ে চাম্পিয়ান হয় ২০১১ ব্যাাচ
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদ্দুজামান নুর ( এম পি) ও স্বাধীনতা পুরুস্কার প্রাপ্ত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব , বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব দেওয়ান কামাল আহমেদ ,মেয়র নীলফামারী পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখা , ম্যাব সভাপতি ও সভাপতি পলাশবাড়ী পরশমনি উচচ বিদ্যালয়, আরো উপস্হিত ছিলেন জনাব জয়নাল আবেদিন চেয়ারম্যান নীলফামারী পরিষদ ও বীরমুক্তিযোদ্দা , জনাব আবুজার রহমান সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী সদর উপজেলা শাখা, জনাব ওয়াদুত রহমান সাধারন সম্পাদক নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগ , জনাব আরিফ হোসেন মুন সভাপতি পৌরআওয়ামীলীগ নীলফামারী ,সাধারন সম্পাদক ,বাংলাদেশ ফুটবল ফেডারেশন নীলফামারী ও কার্যনির্বাহী কমিটির সদস্য বাফুফে , জনাব হাচান মাহমুদ চেয়ারম্যান সদর উপজেলা , জনাব মমতাজুল হক সাধারন সম্পাদক আওয়ামীলীগ নীলফামারী , জনাব মমতাজ আলী প্রামাণিক চেয়ারম্যান ৪ পলাশবাড়ী ইউনিয়ন ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী ইউনিয়ন শাখা , বাবু শান্তি পদ রায় সভাপতি পরশমনি সতীর্থ ফোরাম ও সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ি ইউনিয়ন শাখা ,জনাব হামিদুল ইসলাম প্রধান শিক্ষক পলাশবাড়ী পরশমনি উচচ বিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান
খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন জনাব দেওয়ান কামাল আহমেদ এবং তিনি বলেন ফুটবলকে এগিয়ে নিতে আমরা অনেক কাজ করে যাচিছ সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কে একটি আন্তজাতিক মানের একটি ফুটবল স্টুডিয়াম দিয়েছে
পুরুস্কার বিতরন শেষে এক মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়