প্রকাশিত,২৪, ফেব্রুয়ারি,২০২৪
মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারনেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল—ভ্রান্তি, ত্রুটি—বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে। সকল অনাচার ও অপবিত্রতা থেকে মুক্তি পাবার লক্ষ্যে আল্লাহ’র কাছে মোনাজাত করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। এই পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক আমি এই প্রার্থনা করি।
আমরা সবাই হানাহানি, রক্তপাত, অসুয়া, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখবো, এ মহান রাতে এটাই হোক আমাদের অঙ্গীকার।
মোঃ সাখাওয়াত হোসেন লিটন। চেয়ারম্যান,৬নং গোয়ালডিহি,ইউনিয়ন,খানসামা,দিনাজপুর।
আপনার মতামত লিখুন :