প্রকাশিত,২৭, জুন,২০২৩
স্টাফ রিপোর্টার, শেখ সেলিম রেজাঃ
পবিত্র ঈদুল আজহার উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এবং বাংলাদেশের সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন,গাজীপুর শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শ্রীপুর পৌরসভার ৫ ওয়ার্ডের কৃর্তি সন্তান বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর ও সাবেক শ্রীপুর উপজেলার বিআরডিভির চেয়ারম্যান, আলহাজ্ব রমিজ উদ্দিন আহমেদ সাহেব। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। কুরবানী মানে ত্যাগ, ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা ও আনন্দ করা,ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
তিনি আরোও বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়,আমাদের কে সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায় এবং অভাবী দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়। তিনি আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ গাজীপুর এলাকায় বসবাস করে তারা কর্মব্যস্ততায় নিয়োজিত থাকেন। বছর শেষে দুটি ঈদ আসে একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আযহা তাই এবার ঈদুল আযহার ঈদকে সামনে রেখে, নারীর টানে বাড়ি ফিরবেন বিভিন্ন জেলার মানুষ। তাই সড়ক পরিবহনের দায়িত্ব থাকা প্রশাসনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন মানুষ বাড়ি যাওয়ার পথে রাস্তায় অকারনে অহেতুক যান জোটে শিকার হয়ে যেন ভোগান্তি না পোহাতে হয়,সবাই যেন সুস্থ সুন্দর পরিবেশে এবং বাড়ির প্রিয় জন ও পরিবারের কাছে পৌঁছাতে পারে। এবং তাদের নির্ধারিত অফিস ছুটি সময় শেষে কর্মস্থানে যেন ফিরে এসে যোগদান করতে পারে এই দোয়া এবং প্রত্যাশা কামনা করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরোও বলেন, হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও চিরসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি দেশবাসীকে আহবান জানান, ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে। সর্বশেষে আবারও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।(ঈদ মোবারক)
আপনার মতামত লিখুন :