প্রকাশিত,২৪, জুন,২০২২
মোঃ বাবুল রানা ভোলা প্রতিনিধিঃ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভোলা জেলায় চলছে উৎসবের প্রস্তুতি। ভোলায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনের লক্ষে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। উৎসবের আমেজ থেকে বাদ যাচ্ছে না বঙ্গবন্ধু সেতু। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সেজেছে ভোলা শহর । শুক্রবার (২৪ জুন) শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে এই দৃশ্য দেখা গেছে।
সেতুর উদ্বোধন উপলক্ষে শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভে আলোকসজ্জা করা হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভোলার শহর ব্যানার ফেস্টুন লাগিয়েছেন পুলিশ সুপার কার্যালয় ভোলা।
এদিকে সিটি করপোরেশনের উদ্যোগেও শহরে ফেস্টুন লাগানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত লেখা হয়, ‘পদ্মা সেতু উদ্বোধন একটি স্বপ্নের উন্মোচন, আমাদের টাকায় আমাদের সেতু, দেশের জন্য পদ্মা সেতু, পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপূরণ’।
আপনার মতামত লিখুন :