প্রকাশিত,০৯,ডিসেম্বর,২০২৩
সঞ্জিব দাস,গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলা পুলিশের ৮টি থানার মধ্যে ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে তাদের বদলির আদেশ জারি করা হয়।
পটুয়াখালী জেলা পুলিশের ৮টি থানার মধ্যে ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম। তিনি জানান, থানায় যোগদানের ছয় মাস সময় পার হয়েছে, এমন ওসিদের বদলি করা হয়েছে। ওসিদের জেলার ভেতরে এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছে। জানা গেছে, রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদারকে দশমিনা থানা, দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারকে মহিপুর থানা, মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খানকে গলাচিপা থানা, গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েনকে বাউফল থানা, বাউফল থানার ওসি এটিএম আরিচুল হককে বরিশালের কোতয়ালি থানায় বদলি করা হয়েছে। এদিকে রাঙ্গাবালী থানার ওসিকে দশমিনা থানায় বদলি করা হলেও রাঙ্গাবালী থানায় নতুন কোনো ওসি দেয়া হয়নি। এছাড়া পটুয়াখালী সদর, কলাপাড়া, মির্জাগঞ্জ ও দুমকি থানার ওসিদের মেয়াদকাল ৬ মাসের কম থাকায় তারা নিজ কর্মস্থলেই রয়েছেন। গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।
এরপর বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন বৃহস্পতিবার এক বৈঠকে ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি। তারপর বৃহস্পতিবার এসব পুলিশ কর্তাদের বদলির আদেশ জারি করা হয়
আপনার মতামত লিখুন :