পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।
সোমবার (২ নভেম্বর) রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বড়বাইশদিয়া ইউনিয়ানের চেয়ারম্যান আবু হাসনাত বলেন, শুনেছি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকার বেশি হবে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২ টা ৪৫ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফেলাবুনিয়া বাজারের ব্যবসায়ী গনি মালের মুদিমনোহরি দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত। দোকানগুলো কাঠ, বাঁশ ও টিনের হওয়ায় মুহূর্তেই আগুন পাশবর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফেলাবুনিয়া বাজারের ব্যবসায়ী গনি মাল বলেন, কিভাবে যে কি হয়েছে কিছুই বুঝতে পারিনি। আমার, দোকানে আগুন মুহূর্তের মধ্যেছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় সব কিছু রক্ষা করতে পারিনাই।
কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমাদের লোক গেছে ঘটনাস্থলে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে , অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের জন্য যে তাৎক্ষনিক ত্রান রয়েছে তা পৌছে দেয়া হবে।
আপনার মতামত লিখুন :