পটুয়াখালীতে দিনে-দুপুরে মোটর সাইকেল চুরির হিড়িক, অতিষ্ট মোটর সাইকেল মালিকরা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১০, ১০:০৮ অপরাহ্ন /
পটুয়াখালীতে দিনে-দুপুরে মোটর সাইকেল চুরির হিড়িক, অতিষ্ট মোটর সাইকেল মালিকরা।

প্রকাশিত,১০ ডিসেম্বর ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীতে দিনে-দুপুরে একের পর এক বেড়েই চলেছে চুরির ঘটনা। চোর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। বিশেষ করে শহরের হাসপাতালগুলো ও নিরিবিলি এলাকায় বসবাসকারী লোকজন ও দূর দুরান্ত থেকে জেলা শহরে আসা মানুষের ঘুম হারাম করে দিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। প্রতি নিয়ত প্রশাসনের নাকের ডগা থেকে চুরি করে মোটর সাইকেল চুরি সহ, হাইজ্যাক, সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় হচ্ছে। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালালেও এর কোন সুরহা হচ্ছে না। এতে বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্রের সদস্যরা। সাধারণ মানুষ সহ সরকারী কর্মকর্তাদের গাড়িগুলো চুরি হচ্ছে অহরহ।

তাদের অভিযোগ প্রশাসনের তৎপরতা কম থাকায় মোটরসাইকেল চুরি যেন চোরচক্রের হাতের মোয়া হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী জেলা শহরে আসা পঙ্কজ গাঙ্গুলী (উপজেলা সমাজসেবা কর্মী) বলেন, শনিবার বেলা অনুমান (৯ ডিসেম্বর) ১টা ৩০মিনিটের সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের গেটে আমার মটর সাইকেলটি রেখে আমার অসুস্থ মাকে দেখতে হাসপাতালের ভিতরে যাই। মায়ের খোজ খবর নিয়ে ঔষধ কেনার জন্য ৩০ মিনিট পরে বাহিরে এসে দেখি গেটে আমার মটর সাইকেলটি নাই। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আমি পটুয়াখালী সাধারণ থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার ডায়েরী নং- ৪৪৭৪/২৩, তারিখ- ০৯/১২/২০২৩। আমার নিজ ব্যবহৃত হিরো স্পীলীন্ডার মটর সাইকেল এর ইঞ্জিন নং- HA10AHM9F00817, চেসিস নং-PS1HAW084MJL01497, গাড়ীর নম্বর পটুয়াখালী-হ-১২-৮৫১২, গাড়ির রং- কালো। এভাবে যদি মানুষের জান মালের নিরপত্তা না থাকে তাহলে আমরা কোথায় যাব। প্রশাসনের কাছে আমি আমার গাড়ি ফেরত পাওয়ার জোর আবেদন করছি। এ বিষয়ে পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী বলেন, দিনে দুপুরে গাড়ি চুরি হওয়া বিষয়টি আসলেই দুঃখ জনক। আমি প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, দিনে দুপুরে গাড়ি চুরি হওয়া তাও আবার হাসপাতালের ভিতর থেকে বিষয়টি ভাবনার বিষয়। চোর চক্রকে ধরার জন্য আমরা প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সতর্ক থাকার আহবান জানাই। সকলে সতর্ক থাকলে চুরি কমে যাবে। পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মশিউর রহমান বলেন, জেলার প্রশাসন মহলের সদয় দৃষ্টি কামনা করছি। এর আগেও একজন ডিবি পুলিশ কর্মকর্তার মটর সাইকেল চুরি হয়েছে। সেটার আজও কোন খবর পাওয়া যায় নি। এভাবে চলতে থাকলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পঙ্কজ দেবনাথ গতকাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। পটুয়াখালীতে চোরচক্রটি সংঘবদ্ধ। তবে অপরাধী চক্র যত বড়ই হোক না কেন তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আমাদের টহল টিমও জোরদার করা হয়েছে।