প্রকাশিত,১৭,ডিসেম্বর,২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
বহুল কাঙ্খিত পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে অবশেষে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আফজাল হোসেন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্বতা করবেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকাল ৪টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। তিনি জানান, যাচাই বাচাই শেষে মোট ২৪জন প্রার্থী বৈধ হিসাবে ঘোষিত হলেও সেখান থেকে পটুয়াখালী-১ আসনের বাংলাদেশ কংগ্রেস এর নাসির উদ্দিন তালুকদার তার প্রার্থীতা আপিলে ফিরে পান। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পটুয়াখালী-২ আসন থেকে আওয়ামীলীগের কেন্দ্রিয় উপকমিটির সদস্য হাসিব আলম তালুকদার, পটুয়াখালী-৩ আসনে তৃনমূল বিএনপির ওবায়দুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। জেলা প্রশাসক জানান, পটুয়াখালীর চারটি আসনে মোট ২২জন প্রার্থী আগামী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। ২২জন প্রার্থী হলেন- পটুয়াখালী-১ আসনে ৬ জন। জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, জাসদের কেএম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মহিউদ্দিন মামুন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর মো. খলিল ও ন্যামনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস এর নাসির উদ্দিন তালুকদার।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ৪জন প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের আ.স.ম. ফিরোজ, তৃনমূল বিএনপির মাহবুবুল আলম, বিএনএফ এর মো. জোবায়ের হোসেন, জাতীয় পার্টির মো. মহসীন হাওলাদার।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ৬ জন প্রার্থী হলেন-আওয়ামীলীগের এসএম শাহজাদা, স্বতন্ত্র আবুল হোসেন, বিএনএফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম, এনপিপির মো. ছাইফুর রহমান, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. নূরে আলম। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ৬ জন প্রার্থী হলেন- আওয়ামীলীগের মো. মহিববুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম লিটন, জাতীয় পার্টির আঃ মন্নান হাওলাদার, বাংলাদেশ কংগ্রেস পার্টির জাহাঙ্গীর হোসাইন, জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান।
আপনার মতামত লিখুন :