প্রকাশিত,০৩, অক্টোবর,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া হযরত শাহসুফী মকবুল শাহ (রহঃ) স্মৃতি সংঘ ও পাঠাগার এর মেধা বৃওি ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং সম্পন্ন হয়েছে।
মেধা বৃক্তি অনুষ্ঠানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,পটিয়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন হযরত শাহসুফী মকবুল শাহ (রহঃ) স্মৃতি সংঘ ও পাঠাগার এর মেধা বৃওি পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবের বিন তালেব,সহ সভাপতি জুয়েল আলম,
মোহাম্মদ আরমান, আবু হানিফ, সাজ্জাদ আল নিজাম খান, মেজবাউল তুষার, বেলাল হোসাইন, হৃদয় আয়ন রাফি, তারিফ, মেহেরাব, সায়মন, আরিফ সহ কমিটির সদস্য বৃন্দ প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম