পটিয়া সাতগাছিয়া দরবার শরিফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউছুল আজম দস্তগীর কনফারেন্স শুরু


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-১৭, ১০:৫০ অপরাহ্ন /
পটিয়া সাতগাছিয়া দরবার শরিফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউছুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

প্রকাশিত,১৭, অক্টোবর,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় আঞ্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউছুল আজম দস্তগীর কনফারেন্স গতকাল ১৬ অক্টোবর  সোমবার  পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরিফ বড় মিঞা মঞ্জিলে শুরু হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব  শাহ্সুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ্ সুলতানপুরী (মাঃজিঃআঃ)। এতে তকরির পেশ করেন মাওলানা হাফেজ আহম্মদ আলকাদেরী, মাওলানা সৈয়দ হাসানুল হক নঈমী, মাওলানা এনামুল করিম আতিফ, মাওলানা হাফেজ মোঃ ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক 

মোঃ হামিদ আলী। সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে, আঞ্জুমান এ আশেকানে গাউছুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তৈয়ব, প্রস্তুতি কমিটির সদস্য সচিব এস এম আমান উল্লাহ্ আমিরী ও নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় উক্ত কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুফি ফজল আহম্মদ সওদাগর, আবদুল খালেক চেয়ারম্যান, আলহাজ¦ নুরুল ইসলাম নুরু, সরোয়ার উদ্দিন, কামাল উদ্দিন পারভেজ, কানুন উদ্দিন, হারুনুর রশিদ, আবু নোমান, ফরমান চৌধুরী, সাকিব উদ্দিন ও জহিরুল ইসলাম জিসান, সৈয়দ নুর, সাকিব  প্রমূখ। দেশ বরেণ্য ও আন্তর্জাতিক আলেমগণের উপস্থিতিতে ১১ দিন ব্যাপী উক্ত কনফারেন্স আগামী ২৬ অক্টোবর সমাপ্ত হবে।    

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 

১৭/১০/২৩ ইং।