পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিলের পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে চাউল বিতরন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০২, ৬:৫৭ অপরাহ্ন /
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড়  মিঞা মঞ্জিলের পক্ষ থেকে পাঁচ শতাধিক  অসহায় দরিদ্র পরিবারকে চাউল বিতরন।

প্রকাশিত,০২, এপ্রিল,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কল্যান সংস্হা (AAGS TRUST ) এর ব্যবস্হাপনায় পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিলের পক্ষ থেকে ১ এপ্রিল সোমবার ২১ রমজান মওলা আলী শেরে খোদার শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন, AAGS Trust এর সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শাহছুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।
এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সূফি ফজল আহাম্মদ সওদাগর, আবদুল খালেক চেয়ারম্যান, আবু তৈয়ব, আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, বদিউল আলম, আমান উল্লাহ আমিরী, মোহাম্মদ দানেশ, কানুন উদ্দীন, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, সাকিব উদ্দিন, মাওলানা জয়নাল আবেদীন, আলাউদ্দিন, আবদুল বায়েছ, মাহমুদুল হক মিজান, হেলাল, নেয়ামত, মইন উদ্দীন, রেজাউল প্রমুখ।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১/০৪/২৪ ইং।