পটিয়া মহিলা ফুটবল একাডেমি সিলেট স্বপ্নচুডা স্পোর্টস ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২৬, ১০:৪৪ অপরাহ্ন /
পটিয়া মহিলা ফুটবল একাডেমি  সিলেট স্বপ্নচুডা স্পোর্টস ক্লাবকে  ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান।

প্রকাশিত,২৬,,জুন, ২০২৪

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

চট্টগ্রামের পটিয়া মহিলা ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ ২৫ জুন মঙ্গলবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিলেট স্বপ্নচূড়া স্পোর্টস ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া মহিলা ফুটবল একাডেমি। খেলায় উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। পটিয়া মহিলা ফুটবল একাডেমির চেয়ারম্যান ডা. সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াছমিন আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার গোলাম মোহাম্মদ, মাহবুবুর রহমান, মফিজুর রহমান, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে
রেফারির দায়িত্ব পালন করেন, মোহাম্মদ
বাদশা মিয়া,মোহাম্মদ আনোয়ার, আবদুল বারেক, উক্ত খেলায় ভাষ্যকার ছিলেন,
মাস্টার আবদুল মান্নান,নুরুল আমিন প্রমুখ। এ প্রথমবারের মতন মহিলা ফুটবল একাডেমি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় পটিয়া মাঠে ক্রীড়ামোদী উৎসুক জনতা খেলা উপভোগ করেন এবং ভবিষ্যতে এ ধরনের খেলা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রা
২৫;০৬/২৪ ইং।