পটিয়া প্রবাসী সমিতি (আবুধাবি) সাথে মতবিনিময়ে- মোতাহেরুল ইসলাম এমপি


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-৩১, ১১:২৩ অপরাহ্ন /
পটিয়া প্রবাসী সমিতি (আবুধাবি) সাথে মতবিনিময়ে- মোতাহেরুল ইসলাম এমপি

প্রকাশিত,৩১, মার্চ,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশেও কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ফিরে আসা প্রবাসীদেরও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যেকোনও দেশে যাওয়ার আগে কোথায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন তা ভালোভাবে জেনে নেবেন। সরকারি ভাবে সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে ওই কাজে নিজেকে দক্ষ কর্মী হিসেবে তৈরি করে বিদেশে গেলে হেনস্থার শিকার হতে হবে না।’ দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হাওয়ার আহ্বান জানান এবং পটিয়া প্রবাসীদের কল্যাণে সব ধরনের সহযোগিতা করার আশ^াস দেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া প্রবাসী সমিতি (আবুধাবি) নেতৃবৃন্দ সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মো: নাছির উদ্দিন, পটিয়া প্রবাসী সমিতি (আবুধাবি) সভাপতি মাহাবুর আলম এরশাদ, বর্তমান বাংলাদেশের সমন্বয়ক ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বেলায়ত হোসেন হিরু, সাবেক  প্রতিষ্ঠতা সাধারন সম্পাদক মাহবুবুর আলম, সাবেক সহ সম্পাদক মো: বাবুল, বর্তমান সাংগঠনিক সম্পাদক খোরশদ আলম, সদস্য মো: রাসেল, মো: সেলিমসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে পটিয়া প্রবাসী সমিতি (আবুধাবি) নেতৃবৃন্দরা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। 

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 

৩১/০৩/২৪