প্রকাশিত,০৪, জানুয়ারি,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া আসনের নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশের পথে। শেখ হাসিনা ক্ষমতাই থাকলে দেশ আগামীতে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশের পরিণত হবে। নির্বাচন বানচাল করতে বিএনপি জামায়াত এখনো দেশে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি‘র দানবেরা পটিয়ায় হাজার বছরের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট করতে স্বতন্ত্র প্রার্থীর উপর ভর করেছে। তারা নির্বাচন আসলে আওয়ামীলীগ ও স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে’র প্রতীক নৌকা মার্কার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এই অপশক্তি’র পেত্মাতারা পটিয়ার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মন্দিরে হামলার গুজব রটিয়ে ফায়দা লুটার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইতিমধ্যে এ সাম্প্রদায়িক অপশক্তি কেলিশহরের একটি মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটিয়ে আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তিনি বলেন, যার রাজনৈতিক চরিত্র ‘ডিগবাজির‘ নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই সাম্প্রদায়িক অপশক্তি‘র সাথে হাত মিলিয়েছে। তাই সকল অপশিক্ত‘র ষড়যন্ত্র রুখে দিতে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
স্বতন্ত্র প্রার্থী পটিয়া পৌরবাসীকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন উল্লেখ করে পটিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেছেন, পটিয়া পৌরসভায় অনেক দেশবরণ্যে জ্ঞানী-গুণীর জন্ম স্থান। অথচ বহিরাগত সন্ত্রাসী নিয়ে পৌরসভায় ভোটের প্রচারণা করেছে স্বতন্ত্র প্রার্থী। বিগত ১৫ বছর তার ভাই, পুত্র, ভাগিনারাই পটিয়ায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে। যা পটিয়াসহ সারাদেশের মানুষ জানে। তিনি আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে পৌরবাসীকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীর অপমানজনক বক্তব্যে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার আহবান জানান।
তিনি ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) পটিয়া পৌরসভার আমির ভান্ডার দরবার শরীফ, শাহচাঁন্দ আউলিয়া মাজার, বিওসি রোড, শহীদ আবদুর ছবুর, ক্লাব রোড, তালতলচৌকির, মাতৃভান্ডার, আমির ভান্ডার পুরাতনবাড়ি, পোস্ট অফিস, রামকৃষ্ণ মিশন, সুচক্রদন্ডী মিলন মন্দির, জাফর ফকিরের বাড়ি, কাগজীপাড়া, আল্লাই-ওখড়া, বাহুলীসহ বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থী এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আমম টিপু সুলতান চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, চৌধুরী মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, গোফরান রানা, সরোয়ার কামাল রাজীব, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম, নাছির উদ্দিন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, আ‘লীগ নেতা আলমগীর আলম, এমএনএ নাছির, মো: হানিফ, ফজলুল হক আল্লাই, শহিদুল ইসলাম চৌধুরী, ডিএম জমির উদ্দিন, সোহেল ইমরান, নাজিম উদ্দিন পারভেজ, সোহেল মো: নিজাম উদ্দিন, সাইফুল্লাহ পলাশ, নুরুল করিম, নাজিম উদ্দিন, শহিদুজ্জমান, আমির খসরু, মনজরুল আলম, আসাদুজ্জমান তানিম, শিবলু আমিরী, আবুল কাশেম তালুকদার, মফিজুর রহমান, আলমগীর, মাহবুবুর আলম, মুনছুর, জয়নাব, সনজিত চক্রবতী, গাফফারুল বশর মনু, জসিম উদ্দিন, মো: সোহেল, প্রণব দাশ, হারুনুর রশিদ, খোরশেদ আলম, আরমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী আবদুল রহমান, ব্যবসায়ী নেতা এমএ ইউসুফ, শাহ আলম খোকন, নুরুল হাসান সেলিম, জামাল উদ্দিন, রাজিব, ছৈয়দ নুরুর আবছার, পটিয়া পৌরসভা নেতা নুর আলম সিদ্দিকী, নোমান টিপু, শেখ আবছার, খাইরুল ইসলাম, আবদুল জব্বার, রফিকুল আলম, জয়নাল আবেদীন রাসেল, আমান উল্লাহ আমিরী, জহিরুল হক তালুকদার, নজরুল ইসলাম, গোলাম কাদের, ছাত্রলীগ নেতা ইকবালুর রহমান ওপেল, তারেকুর রহমান, রুবেল দাশ বাবু, শাহারিয়ার শাহজাহান, অজয় শীল প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০৪/০১/২০২৪ ইং
আপনার মতামত লিখুন :