প্রকাশিত,২৪, অক্টোবর,২০২৩
চট্টগ্রাম সংবাতাঃ-
চট্টগ্রামের পটিয়া উপজেলা হাইদগাঁও ইউনিয়ন সাতগাছিয়া দরবারে সংলগ্ন পাহাড় ও মাহাদাবাদ, তুলাতুলি, সেন পাড়া আশ্রম এলাকা এবং কেলিশহর ইউনিয়নের মাঝির পাড়া, কিল্লা পাড়া, রতনপুর সড়ক, দারগা হাটে মাদকের ছড়াছড়ি। পটিয়ার শীর্ষ মাদক কারবারি মঞ্জু প্রকাশ দাড়ি মঞ্জুর নেতৃত্বে
বান্দরবানের রাজারহাট, রাঙ্গুনিয়া পাহাড় দেশীয় তৈরি বাংলা মদ পাহাড়ের সুড়ঙ্গ পথে পটিয়া সাতগাছিয়া এলাকায় প্রজেক্ট এলাকায় এনে সারা পটিয়া পাচার করছে এমন অভিযোগ এলাকাবাসীর।
মাদক ও ইয়াবা কারবারিরা শারদীয় দুর্গা পুজায় বিশাল মাদকের চালান এনেছে মঞ্জুর নেতৃত্বে ৫০/৬০ জনের সিন্ডিকেট।
মঞ্জুর বিরুদ্ধে ১০/১২ টি মামলা রয়েছে বলে সুএে প্রকাশ। মঞ্জুর মদ সাপ্লাই এর সাথে ব্যাবসা করেন এদের মধ্যে মাদক সম্রাট মাহাদাবাদ এলাকার মোঃ একরাম, মোঃ আলম,হাইদগাও দুই নম্বর ওয়ার্ডের মোঃ পেয়ারু, মোঃ সেলিম, কচুয়াই উওর শ্রীমাই মাহবুব, হাইদগাও ২ নম্বর ওয়ার্ডের তুলাতল এলাকার মোঃ কাজেম, কেলিশহর কুয়ার পাড়া এলাকার মোঃ ইউনুস এর পুএ সাইফুর রহমান, মরাখাল এলাকার কালু, কাজী পাড়ার আই এম নাজিম, আকবর শাহ মাজার এলাকার কুতুবউদ্দিন, মহিউদ্দিন, বৈদ্য পাড়া এলাকার সেলিম সহ পৃথক পৃথক সিন্ডিকেট গঠন করে একেক এলাকায় জোন হিসেবে ভাগ করে জমজমাট মাদক ও ইয়াবা ব্যাবসা চালিয়ে আসলেও সাধারণ জনগণ তাদের ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
মাদক সম্রাটরা ব্যাবসা করে তারা লাখপতি হয়েছেন বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানাগেছে। মাদক ব্যাবসায়িরা রাঙ্গুনিয়া কমলাছডি বান্দরবানের রাজার হাট থেকে মাদক ক্ষয় করে পাহাড়ের সুড়ঙ্গ পথে পটিয়ায় এনে চট্টগ্রাম শহর সহ বিভিন্ন উপজেলায় বিকিকিনি করে থাকে। পটিয়া থানার পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ ব্যাবসা বীরদর্পে করে যাচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ। পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে এত মাদক ব্যাবসায়িকে গ্রেপ্তার করলেও কোন অবস্থাতে মাদক ব্যাবসা নির্মুল করা যাচ্ছে না। ফলে এলাকার তরুণ উঠতি বয়সের তরুণ যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
এর জন্য প্রয়োজন জনগণ সচেতনতা এলাকায় মাদক নির্মুল করা জন্য সর্বসাধারণের কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন হাইদগাও- কেলিশহর ইউনিয়নের জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর দায়িত্ব প্রাপ্ত উন্নয়ন সমন্বয়কারী উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী। তিনি বলেন, মাদক ও ইয়াবা কারবারি যেই হোক তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
২৪/১০/২৩ ইং