প্রকাশিত,৩১, জানুয়ারি,২০২৪
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
-পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেছেন, শীতার্ত মানুষেরা আমাদের দেশ ও সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে সব বিত্তবানদের দাড়াতে হবে। তিনি সরকারের দিকে তাকিয়ে না থেকে বিত্তবানদেরকে
নিজ গুনে নৈতিক দায়িত্ব পালনের আহবান জানান।
তিনি গতকাল পটিয়া উপজেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী এম এ ইউসুফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান সেলিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান, পৌর যুব লীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির, জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ধর, বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মো: জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমরানুল হক মুন্না, অর্থ সম্পাদক হারুনুর রশীদ, সাইফুল ইসলাম সোহেল, আবছার উদ্দীন, জাহেদ হোসেন, রাজিব সিংহ প্রমুখ। পরে এতে শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন প্রধান অতিথি।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
৩১/০১/২৪