পটিয়া উপজেলা জাপা’র  কমিটি বিলুপ্ত, ত্যাগি স্বকীয় নেতা কর্মীদের নিয়ে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে- নুরুচ্ছফা সরকার l


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১২, ৮:৫৭ অপরাহ্ন /
পটিয়া উপজেলা জাপা’র  কমিটি বিলুপ্ত, ত্যাগি স্বকীয় নেতা কর্মীদের নিয়ে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে- নুরুচ্ছফা সরকার l

প্রকাশিত,১২মে,২০২৪

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

-জাতীয় পার্টি দক্ষিণ জেলার জরুরি সভায় পটিয়া উপজেলা জাতীয় পার্টি  কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে দলের  ত্যাগি  পরিশ্রমি, উদ্যামী ও সক্রিয় নেতা কর্মীদের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। ১১ মে শনিবার বিকালে জেলা পরিষদ মার্কেটস্ত  দলের অস্থায়ী কার্য়লয়ে জেলা জাপা’র আহবায়ক নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন ফারুকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদস্য সচিব আবদুস সাক্তার রণির সুপারিশ ক্রমে  এ সিদ্ধান্ত নেওয়া হয়।  সভায়  বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণী, যুগ্ম আহবায়ক মাহমুদ মিয়া চৌধুরী, সোনা মিয়া চৌধুরী, উপজেলার আহবায়ক ফরিদ আহমদ চৌধুরী, পৌর আহবায়ক বদিউল আলম, শাহাদাত ইসলাম, নুরুল ইসলাম, মো: সেলিম, এসএম বাদশা মিয়া, দিদারুল ইসলাম মুরাদ, রাশেদুল হক খোকন, দুলা মিয়া চৌধুরী, রাজিব, ডাক্তার হালিম,নেজাম উদ্দিন, মো: নুর হোসেন, জসিম উদ্দিন বাবর, মুন্না প্রমুখ।  সভায় নতুন কমিটির বিষয়ে জেলা জাপা’র আহবায়ক ও সদস্য সচিব এর সাথে যোগাযোগ করার জন্য দলের নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়। সভায় বক্তারা জাতীয় পার্টি চেয়ারম্যান মাননীয় বিরোধী দলীয় নেতা জিএম কাদের, মহাসচিব বিরোধীদলীয় চীফ হুইপ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তি শালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।  সভায় বক্তারা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের একজন ভালো মানুষ তিনি ক্লিন ইমেজ ব্যাক্তি তার জনপ্রিয়তায়

 ঈশ্বরনিত হয়ে দেশী- বিদেশি একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে, এসব ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 

 
সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম 

১১/০৫/২৪