পটিয়া উপজেলায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা স্মারক গ্রহণ করেন-ইউপি সদস্য রিংকি দেব।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৩, ৯:৩৯ অপরাহ্ন /
পটিয়া উপজেলায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা স্মারক গ্রহণ করেন-ইউপি সদস্য রিংকি দেব।

প্রকাশিত,১৩,ডিসেম্বর,২০২৩

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা পটিয়াঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য রিংকি দেব।

গতকাল ৯ ডিসেম্বর শনিবার পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুনের হাত থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন রিংকি দেব। তিনি ১০ নং ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং মহিলা ইউপি সদস্য,ধলঘাট মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ,পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মহিলা সম্পাদিকা ,নারী জাগরণ সংস্থা সাধারন সম্পাদিকা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (পটিয়া উপজেলা)মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা দুঃস্থ কল্যান কেন্দ্রর সদস্য।

ইউপি সদস্য রিংকি দেব বলেন, আমাকে পটিয়া উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি।আমি নারীদের সুযোগ সুবিধার দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে কাজ করে আসছি।নারীদের প্রাপ্য ফিরিয়ে দিতে আমি সারা জীবন আন্দোলন সংগ্রাম এর মধ্যে দিয়ে নিজেকে বিলিয়ে দিতে চাই।

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 

১৩/১২/২০২৩ ইং।