পটিয়ার হাইদগাও প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭,


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-১১, ১১:৩৯ পূর্বাহ্ন /
পটিয়ার হাইদগাও প্রতিপক্ষের  হামলায় মহিলাসহ আহত-৭,

প্রকাশিত,১১, সেপ্টেম্বর,২০২৩

চট্টগ্রাম সংবাদ দাতাঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নে ১ নং ওয়ার্ডে খলিল মাষ্টারের বাড়িতে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর রবিবার সন্ধায়। আহতরা হচ্ছেন, জোবায়েত হোসেন (বিপুল) (২৬) মোহাম্মদ রাহাত(১২), মোহাম্মদ তানভীর (১৪), মোহাম্মদ আরিফ (১৬) সহ ৩জন মহিলা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।

তার মধ্যে গুরুতর আহত জোবায়েত হোসেন ও মোহাম্মদ রাহাতকে চমেক হাসপাতালে প্রেরণ করে। জোবায়েত হোসেন বিপুলের পিতা শাহাদাত হোসেন জানান,পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার
মোহাম্মদ ইউনুস,আবদুল হাকিম, মোহাম্মদ বাচা, মোহাম্মদ জালালসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছেলে বিপুলসহ ৭জনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর, লুটপাট তান্ডব চালালে ৯৯৯ এ ফোন করেন। উর্ধতন পুলিশ প্রশাসন বিষয়টি পটিয়া থানাকে অবহিত করলে পটিয়া থানার এসআই উনু মং মার্মা নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পটিয়া থানার ওসি প্রিটন সরকারের নির্দেশে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে আরেকদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন বলে জানান,জোবায়েত হোসেনের পিতা শাহাদাত হোসেন, রাহাতের পিতা শাহ আলম, মোহাম্মদ আরিফের পিতা রমজান আলি । এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছ বলে আহত জোবায়ত হোসেন এর পিতা শাহাদাত হোসেন ও অন্যা আহতদের পরিবারের সদস্যরা প্রতিবেদকে জানিয়েছেন।

সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম