প্রকাশিত,২০, জানুয়ারি,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়াস্থ খলিফায়ে বাবা ভান্ডারী শাহসূফী হযরত মোখলেছুর রহমান শাহ (র.) মাইজভান্ডারীর বেলায়েত বার্ষিক ওরশ শরীফ ১৯ জানুয়ারি শুক্রবার রাতে দরগাহ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে ছিল উক্তদিন বাদে ফজর খতমে কোরআন, বাদে আসর খতমে গাউছিয়া, তাওয়াল্লাদে গাউছে মাইজভান্ডারী, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা মাইজভান্ডারী ছেমা মাহফিল ও কাউয়ালী অনুষ্ঠান। পরদিন বাদে ফজর আখেরী মুনাজাতের মধ্যদিয়ে তবরুক বিতরণ করা হয়।
ওরশ মাহফিলে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত আশেকান, উপস্থিত ছিলেন।
ওরশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ এখলাছ আলমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আওলাদে পাক মোন্তাজেম-এ দরবার কে.এম. আবদুল গনির সঞ্চালনায় ওরশ শরীফ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে- মো.আবু তাহের, মো.আব্দুল জলিল, মো. আবদুল মন্নান, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইসহাক, অরুন কুমার মিত্র, মো.জাফর উদ্দিন, মুকুল চন্দ্র দে, শিক্ষক যথাক্রমে-মাওলানা মোহাম্মদ বাহাদুর, মো খাইরুল ইসলাম, মো. শাহ আলম তালুকদার, লিটন করুন চৌধুরী, মাওলানা মো. ইদ্রিস, জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ ফরিদ, ইউপি সদস্য যথাক্রমে-মো.আবু তালেব, মো. ইকবাল, মো. রফিকুল ইসলাম, আলমগীর তালুকদার, বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবক রসিদ দেখ যথাক্রমে- মোহাম্মদ ওসমান আলমদার,মো.আবদুল রজ্জাক আলমদার, মো. রিজুয়ান মৌ আলমদার, মো. সোহেল, মো. হারুন, মো. বদিউল আলম, মো. বেলাল চৌধুরী, ছৈয়দুল হক চৌধুরী, আইয়ুব আলী আলমদার, মো.আবছার, মো.মনি, মো. ফরিদ, মো. মঈন আলমদার, মো. শহীদ আলমদার, বাদশা মিয়া লেদু,মো.লিটন, মো.হারিচ খোন্দকার, মো, ফজল খোন্দকার, মো. তৈয়ব, মো. রিজু, মো. হারুন, মো,সোহেল, মো. আহসান উল্লাহ খোন্দকার, আইয়ুব আহমদ খোন্দকার, মো. মিজানুর রহমান।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
২০/০১/২৪ ইং।
আপনার মতামত লিখুন :