প্রকাশিত,২৯, সেপ্টেম্বর,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
– চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের গাউছুল আজম সুলতানপুরীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল ও জসনে জুলুস ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলুসে নেতৃত্ব দেন সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরে কামেল শাহজাদা হযরত সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মোবাল্লীগ সুলতানপুরী (ম:জি:আ)।
পটিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে জুলুস রওনা হয়ে দীর্ঘ ৬ কিলোমিটার পথ পাঁয়ে হেটে সাতগাছিয়া দরবারে শরীফে এসে শেষ হয়। জুলুসে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হয়।
জুলুস শেষে মাহফিল পূর্ব এক সমাবেশ সাতগাছিয়া দরবার শরীফে বড় মিঞা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন পীরে কামেল শাহজাদা সৈয়দ হযরত হুজ্জাতুল মোবাল্লীগ সুলতানপুরী (ম:জি:আ), হাফেজ মোহাম্মদ ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম নুরু, পটিয়া শাখার সভাপতি আবু তৈয়ব, আবদু খালেক চেয়ারম্যান, ফজল আহমদ সওদাগর,
সূফী দর্শন গবেষণা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মাওলানা হাফেজ আহাম্মদ আল-কাদেরী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আবদুল খালেক চেয়ারম্যান, মো: ইয়াছিন,আমানউল্লাহ আমিরী, সরোওয়ার উদ্দিন, নাজিম উদ্দিন, কামাল উদ্দিন পারভেজ, কানুন প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
তারিখ ২৯/০৯/২০২৩ইং।
আপনার মতামত লিখুন :