প্রকাশিত,২৯,ডিসেম্বর,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
-নোঙ্গর প্রতীকের প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, এবারের নির্বাচনে নৌকা-ঈগল প্রতীককে প্রত্যাখান করে নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে পটিয়াবাসী তাদের দাঁতভাঙা জবাব দিবে। কারন একজন টানা ১৫ বছর ধরে পটিয়ায় একনায়কতন্ত্র, পরিবারতন্ত্রের মাধ্যমে শাসন শোষণ করেছে। অপরজন প্রায় ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তারা দু’জনই মুদ্রার এপিঠ ওপিঠ। তারা দুইজনে হালুয়া রুটি ভাগাভাগি করে খেয়েছে। তাদের অন্যায়, অত্যাচার আর পেশীশক্তি দিয়ে পটিয়ার সাধারন মানুষকে জিম্মি করে রেখেছিলেন। এবার আমি প্রার্থী হওয়ায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। সাধারণ ভোটারদের মাঝে কালো টাকার প্রলোভন দেখাচ্ছে। আমি যখন পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারনায় যাচ্ছি তারাও যাচ্ছে।
তিনি আরো বলেন, পটিয়াবাসী শান্তিতে বিশ্বাসী। তারা শান্তি চাই। নৌকা-ঈগলের কর্মী সমর্থকেরা তাদের আধিপত্য নিয়ে ইতোমধ্যে হামলা মামলা শুরু করে দিয়েছে। ফলে শান্তিপ্রিয় পটিয়াবাসী ভয়ে সশস্ত্র। আমি তাদের এ ব্যাপারটি নির্বাচন কমিশনকে জানিয়েছি। কমিশন আমাকে আশ্বস্ত করেছেন কোন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না। শান্তিপূর্ন আর উৎসব মুখর পরিবেশে আগামী ৭ জানুয়ারী দীর্ঘ দিনের শাসন শোষণের হাত থেকে রক্ষা করতে নোঙ্গর প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার বড়লিয়া, মৌলভী হাট, কর্তলা, বেলখাইন, হাইদগাঁও, মাইজপাড়া, দক্ষিণ ভূর্ষি ও পটিয়া পৌরসভায় নির্বাচনী কার্যালয় উদ্ধোধন এবং প্রচারনায় এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী এম এয়াকুব আলী।
এসময় উপস্থিত ছিলেন, মনসুর আলম, আবদুল কুদ্দুস চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ছৈয়দ, এড. জালাল উদ্দীন, খোরশেদ আলম, নুরুল আলম, নুরুল ইসলাম, আবুল কালাম, আবদুল মালেক, সাইফুদ্দিন, খলিলুর রহমান, শামসুদ্দৌহা, হাফেজ রায়হান, সামশুল আলম, ড. জাহাঙ্গীর, নাদেরুজ্জামান, মোহাম্মদ আলী, মোহাম্মদ গনী, আবদুল আলীম, খায়ের আহমদ, জাহাঙ্গীর সওদাগর প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
২৯/১২/২৩ ইং
আপনার মতামত লিখুন :