প্রকাশিত,১৩, জানুয়ারি,২০২৪
পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে মাদক ব্যাবসা জমজমাট চলছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ছনহরা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে মাদক ইয়াবা নারী পাচার করছে একটি সিন্ডিকেট। দীর্ঘদিন যাবত ছনহরা ১ নং ওয়ার্ড সহ পুরো ইউনিয়নে রমরমা বানিজ্য চলছে। বিষয়টি পটিয়া পুলিশ প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তদন্ত সাপেক্ষ দাগী চিহ্নত আসামিদের গ্রেপ্তার আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গত ১৫ বছর ধরে এ মাদক ও ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে অনেক হতাহত মতো জঘন্যতম ঘটনা ঘটেছে।
পটিয়া থানা পুলিশ একাধিকবার মাদক ও ইয়াবা কারবার এবং খুনের মামলার আসামিদের গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করলেও তারা আবার জামিনে বেরিয়ে এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিশেষ করে বান্দরবানের রাজারহাট, রাঙ্গুনিয়া কমলা চডি, পটিয়ার কেলিশহরে মৌলভি হাট, চাক্তার পেটুয়া, দারগা হাট, ভট্টাচার্য হাট, মাঝিরপাড়া, গুচ্ছগ্রাম পাহাড়ের সুরঙ্গ পথে এই মাদক এনে পটিয়ার একটি সিন্ডিকেট জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। মাদক ব্যবসার ফলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
স্থানীয় জনগণের দাবি উক্ত দাগি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছে। না হয় যুবসমাজ ধ্বংস হয়ে যাবে বলেওই এলাকার স্থায়ী বাসিন্দা।
এ ছাড়াও ঐ এলাকার মাদক গডফাদার বেশ কয়েকবার জেল খেটে জামিনে বের হয়ে বর্তমানে বহাল তবিয়তে রয়েছে এবং পুরোধমে মাদক ব্যবসা করছে বলে এলাকার লোকজনের অভিযোগ। ছনহরা ইউনিয়ন মাদক ও ইয়াবা ব্যাবসার সাথে কারা জড়িত চেয়ারম্যান, মেম্বার,চৌকিদার সবাই জানেন বলে এলাকার লোকজন জানান। পটিয়ার ছনহরা, আশিয়া বাংলা বাজার, কেলিশহর মৌলবী বাজার, মাদকের আখড়া হিসেবে বৃহত্তর চট্টগ্রামের পরিচিত রয়েছে প্রশাসন ঐ এলাকার নারী পুরুষের প্রতি কটোর নজর নজরদারি বাডিয়ে এর সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা।
তরুণ ছাত্র ও যুবসমাজ বিপথগামী পথ থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসার মাদক ব্যবসাকে জিরো টলারেন্স আনতে পটিয়া থানার ওসি মো: জসিম উদ্দিনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন জনগণ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১২/০১/২০২৪
আপনার মতামত লিখুন :