পটিয়ার কাশিয়াইশ ভান্ডারগাও প্রতিপক্ষের হামলায় আহত-৪: থানায় অভিযোগ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-২৫, ১০:২৩ অপরাহ্ন /
পটিয়ার কাশিয়াইশ ভান্ডারগাও  প্রতিপক্ষের  হামলায় আহত-৪: থানায় অভিযোগ ।

প্রকাশিত,২৫, ফেব্রুয়ারি,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে ৮ নং ওয়ার্ড পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায় কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাও এলাকায়। আহতরা হলেন প্রাণতোষ বড়ুয়া (৫৫) অসিত বড়ুয়া (৫১) চৈতী বড়ুয়া তিন্নি (২৫), শোভন বডুয়া (৩০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য ভর্তি করে সেখানে তাদের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
এঘটনায় কমলা কান্ত বড়ুয়ার পুএ প্রাণতোষ বড়ুয়া বাদী হয়ে একই এলাকার প্রভাকর বড়ুয়া (পিন্টু) (৪৪), দিপন বড়ুয়া ( ৩৩), তুষার বড়ুয়া (৪৮), অঞ্জন বড়ুয়া প্রকাশ কাঠাল বড়ুয়া (৫৮),নন্দন বড়ুয়া (৫০),বিলাস বড়ুয়া( ৫২),বসু মিএ বড়ুয়া (৩৫) মানস বড়ুয়া (৩২) সর্বসাং ভান্ডারগাও বডুয়া পাড়াসহ অজ্ঞাত নামা আরোও ৭/৮ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে।

পটিয়া থানায় দায়েরকৃত অভিযোগ সুএে জানায় যায়, বিগত দুই বছর পূর্বে বর্ণিত ১নং বিবাদীর বিরুদ্ধে আনিত মামলায় বিজ্ঞ আদালতে উক্ত মামলার বাদী পক্ষ প্রাণতোষ বড়ুয়া ২নং সাক্ষী ও আমার ভাতিজা অসিত বড়ুয়াকে
সাক্ষী হিসেবে লিপিবন্ধ করে। এর জের ধরে প্রতিপক্ষরা গত ২৩ ফেব্রুয়ারী রাতে ভান্ডারগাও বৌদ্ধ মন্দিরের সামনে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে প্রাণতোষ বড়য়াসহ ৪জনকে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এছাড়াও প্রতিপক্ষ৷ বিবাদীগণ মহিলার শ্লীলতাহানি করে এবং টাকা ও স্বর্ণের চিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ সুএে প্রকাশ।
এ ব্যাপারে প্রাণতোষ বড়ুয়া উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বর্তমানে
প্রতিপক্ষের নানান হয়রানি ভয়ভীতি হুমকি ধামকির কারণে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান বাদী প্রাণতোষ বড়ুয়া।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
২৫/০২/২৪