পটিয়ায় হাবিলাসদ্বীপে বন্যা কবলিত মানুষের মাঝে কেন্দ্রীয় যুবনেতা বদিউল আলমের ত্রাণ সামগ্রী বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-১২, ১১:০২ অপরাহ্ন /
পটিয়ায় হাবিলাসদ্বীপে বন্যা কবলিত মানুষের মাঝে কেন্দ্রীয় যুবনেতা বদিউল আলমের ত্রাণ সামগ্রী বিতরণ।

প্রকাশিত,১২, আগস্ট,২০২৩

পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরীঃ

-সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষের পাশের দাড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তার অংশ হিসেবে গতকাল শনিবার (১২ আগষ্ট) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম।

এসময় উপস্থিত আওয়ামী লীগ নেতা মোঃ খাইরুল বশর, খোরশেদুল আলম, নাছির উদ্দিন আহমেদ, সমাজসেবক আবুল কালাম আজাদ, পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক রিটন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা বাদশা মিয়া, মোঃ হারুন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।
এ সময় কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় পটিয়ায় বন্যাদূর্গত মানুষের মাঝে পাশে থাকার চেষ্টা করছি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নিবার্চনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগনের প্রতি আহবান জানান তিনি। 

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম