পটিয়ায় হাইদগাও ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায়-মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকার বিজয় হলে দেশ ও জনগণের বিজয় হবে।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১১, ১২:১১ অপরাহ্ন /
পটিয়ায় হাইদগাও ইউনিয়ন আ’লীগের  বর্ধিত সভায়-মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকার বিজয় হলে দেশ ও জনগণের  বিজয় হবে।

প্রকাশিত,১১,ডিসেম্বর,২০২৩

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা পটিয়াঃ

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ আমরা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করার ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আজ স্বাক্ষরতার হার বেড়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ-এ বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা প্রদান, তথ্য প্রযুক্তি সুবিধা, দূর্নীতি হ্রাস, দ্বিগুণ খাদ্যশষ্য উৎপাদন, স্বাস্থ্য সেবা দোরগোরায় নিয়ে যাওয়া, মাদক, সন্ত্রাস বিরোধী কার্যক্রমে গতি আনা ও মেগাপ্রজেক্ট গুলোর সুফল পাওয়ায় দেশ অন্ধকার হতে আলোয় ফুটে উঠেছে। এসব কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল নেতৃত্বের কারনে। নৌকার বিজয় হলে দেশ ও জনগণের বিজয় হবে।

কারণ নৌকা এ দেশের জনগণের সাথে কখনো বেঈমানি করেনি। মনে রাখতে হবে জনগণের প্রত্যাশা পূরনই রাজনীতি, জনগণের বিশ্বাসের সাথে একাত্মতা করে চলাই রাজনীতি। এই রাজনীতিকেই শেখ হাসিনা এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গতকাল রবিবার পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় উপরোক্ত কথা বলেন।
হাইদগাও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুর হক হাফেজ সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম জুলু ও রনজিৎ সেন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, সিরাজুল ইসলাম মাস্টার, মোজাহেরুল আলম চৌধুরী, মোঃ নাছির উদ্দিন, সেলিম নবী, চৌধুরী আবুল কালাম আজাদ, পৌর মেয়র আইয়ুব বাবুল, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন, শাহাদাত হোসেন ফরিদ, মোহাম্মদ ছৈয়দ, ঋষি বিশ্বাস, জিতেন কান্তি গুহ, সাবেক চেয়ারম্যান মাহাবুবুর হক বাদল, মুক্তিযোদ্ধা ইসহাক মেম্বার, মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রাজ্জাক চৌধুরী, রনজিত কুমার চৌধুরী, আশীষ তালুকদার, আব্দুল মান্নান গণি, নজরুল ইসলাম, ইউসুফ, মনজুর আলম, লোকমান, নুর মিয়া, আহমদ নুর, করিম মোস্তফা, যুবলীগ নেতা হাবিবুর হক চৌধুরী, রাজু দাশ হিরো, হাসান উল্লাহ চৌধুরী, নুরুল আলম ছিদ্দিকী, মো: ফোরকান, আবুল হাসনাত ফয়সাল, দিদারুল আলম, কাজী আব্দুল কাদের, ফয়জুল আবেদীন সজীব মেম্বার, শাহিদুল ইসলাম শাহীন, ছৈয়দ মিয়া হাসান, সুশীল দেবনাথ, মনির আহমদ, টিটু দেব, আবুল কাশেম, নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, মহিলা নেত্রী তসলিমা নুর মেম্বার, রেখা দাশ মেম্বার, ঝর্ণা দত্ত, পারভিন আক্তার, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান, রবিউল হাসান ইবলু, মোরশেদ আলম অভি, রবিউল হোসেন আকাশ, তৌহিদুল আলম, নিহানুর রহমান, মোঃ হাসানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম