প্রকাশিত,০৩,আগস্ট
পটিয়া ( চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগ।
শনিবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার আওয়ামী সুপার মার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত কি কারনে দেশকে আজ একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করতে চায়, মানুষ মেরে, অগ্নিসংযোগ করে, বোমা ফাঁটিয়ে তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হচ্ছে একটাই, তারা চায় এই দেশে স্বাধীনতাবিরোধী শক্তির উত্থান হোক, পাকিস্থানী কায়দায় দেশ পরিচালিত হোক। তিনি বলেন, কোন অবস্থাতেই এদেশ তাদের হাতে নিরাপদ নয়, দেশের বিরুদ্ধে তারা যদি আর কোন ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।
পৌর শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, জেলা আ.লীগ নেতা নাছির উদ্দিন, পৌরসভা আ.লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, সাইফুল হাসান টিটু, সাজেদা বেগম, কাউন্সিলর গোফরান রানা, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, নুরুল করিম, সাইফুল্লাহ পলাশ, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মোরশেদুল হক, শফিকুল ইসলাম শফিক, রবিউল হোসেন রুবেল, জাহাঙ্গীর আলম, ইউসুফ নবী টিপু, জসিম উদ্দিন, মাহবুবুল আলম, মনজুর আলম, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহ্বায়ক রিটন নাথ, সদস্য আবুল হাসনাত ফয়সাল, এনামুল হক মজুমদার, শাহ আলম মেম্বার, আনসুর মেম্বার, আবদুর রউফ ভূট্রো, হারুনুর রশিদ, নুর মোহাম্মদ, বেলাল, করিম, শহিদ, আবদুল আলিম, তানিম প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০৩/০৮/২৪ ইং।
আপনার মতামত লিখুন :