পটিয়ায় শাহ্ আমির স্কুলের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদার এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-১১, ১১:২৬ অপরাহ্ন /
পটিয়ায় শাহ্ আমির স্কুলের প্রতিষ্টাতা  আমিনুল হক তালুকদার এর প্রথম   মৃত্যুবার্ষিকী পালন।

প্রকাশিত,১১,আগস্ট, ২০২৪

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান পটিয়ায় শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। (১১ আগষ্ট রবিবার) সকালে স্কুল মিলনায়তন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্কুলের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল উদ্দিন। বক্তব্য রাখেন, মরহুম এর পুএ জহিরুল হক তালুকদার, আবছার উদ্দীন সোহেল,
সিরাজুল ইসলাম তালুকদার, মরহুম এর জামাতা সাবেক ছাএনেতা মোস্তাক আহমদ,শিক্ষিক আবদুর রহিম চৌধুরী,
শিক্ষিকা আমেনা বেগম চৌধুরী, নুর নাহার বেগম, খুরশিদা আক্তার, আলহাজ্ব মনজুরুল ইসলাম, নজরুল ইসলাম ঝন্টু, দিদারুল আলম, প্রাক্তন ছাত্র পরিষদ সদস্য সচিব মো: মনজুরুল আলম,নজরুল ইসলাম, আমিন, বদিউল আলম, মীর কাসেম তালুকদার, আলম ফকির, মো: হারুন, বেলাল প্রমুখ।-

সভায় বক্তারা বলেন, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। সমাজ বিনির্মাণ করেন তাঁরা। শিক্ষক একজন ছাত্রের প্রথম নায়ক। কিন্তু প্রিয় শিক্ষক হওয়া অত্যন্ত কঠিন। একজন প্রিয় শিক্ষকের মধ্যে অনেক গুণ থাকে। নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার্থীবান্ধব প্রিয় শিক্ষকদের গুণাবলি আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। আমিনুল হক তালুকদার শাহ্ আমির উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করে এলাকায় শিক্ষা বিস্তার অনন্য ভুমিকা পালন করে যাহা পটিয়ার আপামর জনসাধারণ আজীবন মনে রাখবে।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১১/০৮/২৪ ইং।