পটিয়ায়  রিদয় হত্যা মামলার  প্রধান আসামি  শরীফ গ্রেপ্তার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২৮, ১০:০৮ অপরাহ্ন /
পটিয়ায়  রিদয় হত্যা মামলার   প্রধান আসামি  শরীফ গ্রেপ্তার।

প্রকাশিত,২৮, নভেম্বর,২০২৩

সেলিম চৌধুরী,পটিয়া চট্টগ্রামঃ

চট্টগ্রামের 
পটিয়ায়  রিদয় হত্যা মামলার প্রধান আসামি  শরীফ প্রকাশ সৌরভকে গ্রেফতার করেছে পটিয়া থানার  পুলিশ। ২৮ নভেম্বর  মঙ্গলবার বিকেলে উপজেলার আশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শরীফ উপজেলার আশিয়া ইউনিয়নের ২ নং ওয়াডের মল্লপাড়া এলাকার আঙ্গুল কাটা আইয়ুবের পুত্র।

পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন সময়ের আলোকে জানান, আশিয়া ইউনিয়নে গত ২৩ নভেম্বর মো. রিদয়(২৫) নামের এক যুবক খুন হয়। ঘটনার দিন নিহতের মা বাদী হয়ে পটিয়া থানায় ২জনকে আসামি করে এবং অজ্ঞাত আরো ৩ থেকে ৪জনকে আসামি করে একটি হত্যা  মামলা দায়ের করেন। 

এ ঘটনায় আরো যারা জড়িত তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সেলিম চৌধুরী
 পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 

২৮/১১/২০২৩ ইং