প্রকাশিত,২৯,জুন, ২০২৪
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
- চট্টগ্রামের পটিয়া কেলিশহর - কচুয়াই খরনা ইউনিয়নে মাদক ব্যাবসা জমজমাট শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন পটিয়ার ভাইয়ার দীঘী এলাকার মোহাম্মদ খোকন। তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন গত কয়েকদিন আগে বিভিন্ন পএিকা ও অনলাইনের পএিকা তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা সম্পুর্ন মিথ্যা ভিক্তাহীন কু উদ্দেশ্য প্রনোদিত। সংবাদ প্রতিবেদক কে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্য হাসিল করতে উক্ত সংবাদ প্রকাশ। মোহাম্মদ খোকন দাবি করেন আমি আনোয়ার উপজেলা দীর্ঘদিন যাবত মুদির দোকান দিয়ে ব্যাবসা করছি এর পাশাপাশি আমি কয়েকটি অটো সিএনজির মালিক। আমার পারিবারিক, সামাজিক মান সন্মান ক্ষুন্ন করতে আমার এলাকার কয়েকজন বোকার ও টাউট বাটপার দুষ্ট চক্র সংবাদ প্রতিবেদক কে বার বার ভুল বুজিয়ে সংবাদ প্রকাশ করে সন্মান হানির অপচেষ্টা চালাচ্ছে। আমাকে আমার এলাকার জনগণ খোকন সওদাগর ও খোকন কোম্পানি হিসেবে একনামে ছিনেন এবং জানেন। দুষ্ট চক্র কুচক্রী মহল বার বার আমার ক্ষতি করার চেষ্টা করে। ছোটকাল থেকে আমি পরিশ্রম করে টাকা উপার্জন করে সংসার জীবন অতিবাহিত করেছি। মাদক ব্যাবসা করছি মর্মে সংবাদ প্রকাশ করে দুষ্ট চক্রটি আমার ক্ষতিসাধনে লিপ্ত রয়েছে।
আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত সংবাদে কাউকে ভিবভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ভাইয়ের দীঘী এলাকায় টাউট, বাটপার, জমির বোকার থেকে সাবধান থাকার অনুরোধ জানাচ্ছি।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া।