পটিয়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক  কমিটির প্রস্তুতি সভায় বক্তারা- ২৬  আশ্বিন ঈদে মিলাদুন্নবী( সা:) ও জুলুস  সফল করার আহবান ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৭, ১০:২৮ পূর্বাহ্ন /
পটিয়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক   কমিটির প্রস্তুতি সভায় বক্তারা- ২৬   আশ্বিন ঈদে মিলাদুন্নবী( সা:) ও জুলুস  সফল করার আহবান ।

প্রকাশিত,০৭, সেপ্টেম্বর,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

– মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়া সাংগঠনিক সমন্বয়কারীর উদ্যােগে সকল শাখার প্রতিনিধির সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও মহান আশ্বিন ওরশ শরীফের রেলি সফল করার লক্ষ্যে  এক প্রস্তুতি সভা

 (৬ সেপ্টেম্বর বুধবার) সন্ধায়  কর্ণফুলী কমিউনিটি সেন্টারে জয়নাল আবেদীন আঙ্গুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য মো: নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, পটিয়ার সমন্বয়কারী মো: জাফরুল ইসলাম, সমন্বয়কারী মো: মফিজ উদ্দিন, আবদুর রহিম, আলী আকবর সিকদার, মঞ্জুরুল আলম, সৈয়দ বাহারুল আলমসহ পটিয়া উপজেলার সকল শাখার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, মাইজভাণ্ডার উরস শরিফ

প্রধান দিবস: ২৬ আশ্বিন ১১ অক্টোবর ২০২৩ বুধবার বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর প্রপৌত্র এবং আধ্যাত্মিক উত্তরাধিকারী মারাজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৫তম বার্ষিক উরস শরিফ মহাসমারোহে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে।এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন এবং উক্ত দিন চট্টগ্রামের  পটিয়া উপজেলায়  বিশাল ঈদে মিলাদুন্নবী ( সা:) ও  রেলি সমাবেশ অনুষ্ঠিত হইবে। উক্ত রেলি সমাবেশ সফল করার জন্য ভক্ত অনুরক্তদের প্রতি আহবান জানান বক্তারা । 

সেলিম চৌধুরী
 পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 

০৬/০৯/২৩ ইং।