পটিয়ায় বছরের প্রথম দিনে আল হেরা ইসলামী একাডেমির শিক্ষার্থীর হাতে নতুন বই উৎসব ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-০২, ২:৫১ অপরাহ্ন /
পটিয়ায় বছরের প্রথম দিনে  আল হেরা ইসলামী একাডেমির   শিক্ষার্থীর হাতে নতুন বই উৎসব ।

প্রকাশিত,০২, জানুয়ারি,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

সারাদেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া কমল মুন্সির হাট এলাকায় আলহেরা ইসলামী একাডেমির শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি ২০২৪ ইং সকাল ১০ টায় বই উৎসবের উদ্বোধন করেন একাডেমির অর্থ সম্পাদক সাবেক ছাএনেতা কামাল উদ্দিন পারভেজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলহেরা একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিন, একাডেমির পরিচালক মোহাম্মদ কানুন উদ্দিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক মো: আকতার মিয়া, প্রধান বক্তা ছিলেন আলহেরা ইসলামী একাডেমির প্রধান পরিচালক ইন্জিনিয়ার এম.এ. ছালেক, বক্তব্য রাখেন হাফেজ জানে আলম, শিক্ষিকা খালেদা বেগম, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, অভিভাবক জিন্নাতরা বেগম আজিজ সহ আরোও অনেকে।

নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে দারুন খুশি শিক্ষার্থীরা। ভালোভাবে পড়ালেখা করার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিবাবকদের।

অভিভাবকরা জানান, পটিয়ার আলহেরা ইসলামী একাডেমি শিক্ষার ব্যাপক ভুমিকা রাখছে, মনোরম পরিবেশ লেখা পড়া করতে সুবিধা হচ্ছে।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

০১/০১/২০২৪ ইং।