পটিয়ায় দোকানদারকে অজ্ঞান করে নগদ টাকাসহ মালামাল লুটে’র অভিযোগ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-০৩, ৯:৩১ অপরাহ্ন /
পটিয়ায় দোকানদারকে অজ্ঞান করে নগদ টাকাসহ মালামাল লুটে’র অভিযোগ।

প্রকাশিত,০৩, আগস্ট,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়নে আবু বক্কর নামের এক মুদির দোকানিকে অজ্ঞান করে নগদ টাকা ও মালামাল লুটে’র অভিযোগ পাওয়া গেছে। গত (১ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় ধলঘাট ইউপির ৬নং ওয়ার্ড নন্দেরখীল আজাদ ক্লাবের নিচে মক্কা স্টোর নামীয় মুদির দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী দোকানদার আবু বক্করের পুত্র নুরুল আলম প্রকাশ বাচা বাদী হয়ে একটি এলাকায় মো: আরমান ও ছমুসা খাতুনের বিরুদ্ধে গতকাল বুধবার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানার অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে আবু বক্কার নন্দেরখীল আজাদ ক্লাবের নিচের তলায় মক্কা ষ্টোর নামীয় মুদির দোকানে বিকাশের এজেন্টের ব্যবসা করে আসছে। বিবাদী আরমানের নেতৃত্বে একটি চক্র অসামাজিক কার্যকলাপের জড়িত। গত মঙ্গলবার বিকেলে বিবাদী আরমান তার ঘর থেকে চা এনে দোকানদার আবু বক্করকে পান করায়।

এসময় চা সাথে চেতনাশক ঔষুধ মিশানোর কারণে দোকান দার চা পান করার সাথে সাথে দোকানে অজ্ঞান হয়ে যায়। এ সময় বিবাদীগণ র ক্যাশ ডেক্স হইতে বিকাশ ও আমদানী উত্তোলনকৃত নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা ও সিগারেট কার্টুন যার বাজার ৪৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে দোকানের ক্রেতা গিয়ে বাদীর পিতাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেলে আমাকে সংবাদ দিলে আমি ঘটনাস্থলে গিয়ে আমার পিতাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পর জ্ঞান ফিরে আসেন। দোকানদার আবু বক্করের তথ্যমর্তে বিবাদীদের বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে বাদী নুরুল আলম জানান।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। 

সেলিম চৌধুরী 

পটিয়া চট্টগ্রাম

০৩/০৮/২০২৩ ইং্