পটিয়ায় দাঁড়ালো দা দিয়ে কৃষক’কে কুপিয়ে হত্যা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-০৯, ১০:২৪ অপরাহ্ন /
পটিয়ায় দাঁড়ালো দা দিয়ে  কৃষক’কে  কুপিয়ে  হত্যা।

প্রকাশিত,০৯, ফেব্রুয়ারি,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

চট্টগ্রামের পটিয়ায় এক কৃষককে দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে৷ কৃষকের নাম জানিক নাথ দে (৬৮)। সে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শচীন্দ্র লাল দে’র পুত্র। ৯ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে একই এলাকার রূপাস দে মদপান করে কৃষককে কুপিয়ে পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। কৃষকের মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করেন।

জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকা হয়ে মাদকের চালান বিভিন্ন এলাকায় পাচার হয়। কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সন্ধ্যা নামলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। শুক্রবার সন্ধ্যায় কৃষক জানতি নাথ দে কৃষি কাজ শেষে বাড়ি ফেরার সময় মদ্যপায়ী রূপাস অতর্কিতভাবে দাঁড়ালো দা দিয়ে মাথায় আঘাত করে কৃষককে পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ কৃষকের মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় ইমন তালুকদার জানিয়েছেন, কেলিশহর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সন্ধ্যা হলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। শুক্রবার মদ্যপায়ীর দাঁড়ালো দার কুপে কৃষক মারা গেছেন।

পটিয়া থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, স্থানীয় এক কৃষককে কুপিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে। কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

০৯/০২/২৪