পটিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রয়ুক্তি মেলার উদ্বোধন করলেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-২৭, ১১:১৩ অপরাহ্ন /
পটিয়ায় তিন দিনব্যাপী কৃষি  প্রয়ুক্তি মেলার উদ্বোধন করলেন  হুইপ শামসুল হক চৌধুরী এমপি ।

প্রকাশিত,২৭, জুলাই,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

পটিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রয়ুক্তি মেলা-২০২৩ শুরু হয়েছে। নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গত বুধবার (২৬ জুলাই) পটিয়া উপজেলার ডাক বাংলো চত্বরে কৃষি প্রযুক্তি শুভ উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে প্রায় ২০ টি নার্সারী তাদের উৎপাদিত ফল ও গাছের চারা প্রদর্শন করেন। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করেন।

উক্ত মেলা দ্বিতীয় দিনে গতকাল (২৭ জুলাই) বৃহস্পতিবার পটিয়া উপজেলার শ্রেষ্ঠ নার্সারী হিসেবে ৩ জনকে পুরুস্কৃতি করেন। তৎমধ্যে পৌরসদরে পাইকপাড়া নার্সারী’র পরিচালক কল্যান দাশ, ফয়সাল নার্সারী’র পরিচালক শাহ আকবরিয়া নার্সারীর নুর হোসেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ইলিয়াছ। বক্তব্য রাখেন প্রাণি সম্পদ ভেটিরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ আজাদ, তথ্য কর্মকর্তা উজ্জল শীল, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোহাম্মদ বুলবুল আহমদ, খায়ের আহমদ, টিটন কুমার দে, মোস্তাক আহমদ, মো. সেলিম, দীপন চৌধুরী, বিজয় দাশ, উজ্জল কান্তি দে, রমজান আলী, কংকা দাশ প্রমুখ।

প্রথম দিন (২৬ জুলাই) বুধবার উদ্বোধনী অনুষ্ঠান পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আতিকুর মামুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমএ এজাজ চৌধুরী, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, সরোয়ার কামাল রাজীব উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশ আজ কৃষিতে ব্যাপক সাফল্য অর্জন করে চলেছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের কৃষির সাফল্য আজ বিশে^ও বিস্ময়। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত রাখতে হবে। এ উপলক্ষে এক র‌্যালি গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে একটি র‌্যালী মেলা এলাকা প্রদক্ষিণ করেন।

সেলিম চৌধুরী,

পটিয়া,চট্টগ্রাম।

তাং-২৭.০৭.২০২৩ইং।