পটিয়ায় তিনদিন ধরে ১২  বছরের শিশু নিখোঁজ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-১২, ২:৩১ অপরাহ্ন /
পটিয়ায় তিনদিন ধরে ১২   বছরের শিশু নিখোঁজ ।

প্রকাশিত,১২, সেপ্টেম্বর,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

চট্টগ্রামের পটিয়া কচুয়াই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দরফ আলীর

বাড়ির হাবিবুর রহমান+ ৩৫)এর শিশু ছেলে মো: ওয়াহিদ( ১২বছর) এক শিশু  তিনদিন ধরে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এব্যাপারে নিখোঁজ ওয়াহিদ এর পিতা হাবিবুর রহমান বাদী হয়ে ১১ সেপ্টেম্বর সোমবার পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি নং ৬১৫/২৩ ইং দায়ে করেছে।

 পটিয়া থানার ডায়েরি সুএে জানা যায়, হাবিবুর রহমান তার স্ত্রী উর্মি আকতার (২৮), সন্তান মো: ওয়াহিদ কে নিয়ে গত ৯ সেপ্টেম্বর শনিবার সকালে কুসুমপুরা ইউনিয়নে ২ নং ওয়ার্ডে গরীব সর্দারের বাড়ি ওয়াহিদ এর নানার বাড়িতে বেড়াতে যান।   ঐ দিন বিকাল ৪ টার দিকে তার নানার বাড়ির বসতঘর থেকে কাউকে কিছু না বলে ওয়াহিদ ঘর থেকে  বেরিয়ে আর ফিরে আসেনি।

 তার মা-বাবা সদ্ভাব্য  আত্মীয় স্বজনসহ সকল স্থানে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে পটিয়া থানা নিখোঁজ জিডি করেন। 

মো: ওয়াহিদ এর পরনে ছিল  ফুল হাতা শার্ট,, জিন্সের প্যান্ট, গায়ের রং ফর্সা, স্বাস্থ্যর গঠন  হালকা পাতলা,  চুল ছোট কালো, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি হবে। কোন সু-হৃদয় বান ব্যাক্তি শিশু ছেলেটির সন্ধান পেলে নিম্ন মোবাইল নং ০১৮২২৭৩৭৪৮১ জানানোর সবিনয়ে অনুরোধ জানিয়েছেন  তার গরীব

 অসহায়  পিতা হাবিবুর রহমান, মা উর্মি আকতার। 

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম