পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-৩১, ২:০১ অপরাহ্ন /
পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ  বিদ্যালয়ের নবগঠিত  ম্যানেজিং  কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

প্রকাশিত,৩১,জুলাই

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

– দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবদহী শিক্ষা প্রতিষ্টান
পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ৩০ জুলাই মঙ্গলবার সকালে স্কুলের হলরুমে
ম্যানেজিং কমিটির সভাপতি ঋষি বিশ্বাস এর সভাপতিত্বে, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্কুলের দাতা সদস্য মফজল আহম্মদ চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্যইন্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন,অভিভাবক সদস্য দেবাশীষ চৌধুরী শিমুল, মোহাম্মদ শাহ ইলিয়াস চৌধুরী, মোহাম্মদ সফিকুর রহমান, মোহাম্মদ হাসেম,সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম,জান্নাতুল ফেরদৌস, সাধারণ শিক্ষক সদস্য ইয়াসমিন আকতার, আনন্দ মোহন মজুমদার, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস প্রমুখ।

সভাপতির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের আলোকে আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।তিনি আরোও বলেন, আমাদের সরকারের গত সাড়ে ১৫ বছরে বিভিন্ন সময়োপযোগী কর্মসূচি নেওয়া এবং বাস্তবায়নের ফলে শিক্ষা খাতে প্রশংসনীয় সাফল্য অর্জিত হয়েছে এবং শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তিনি চক্রশালা স্কুলের শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

৩০/০৭/২৪ ইং।