পটিয়ায় কেমিস্ট এন্ড ডাগিষ্ট  সমিতির অভিষেক  অনুষ্ঠান সম্পুর্ন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-২৪, ১১:৫৫ অপরাহ্ন /
পটিয়ায় কেমিস্ট এন্ড ডাগিষ্ট   সমিতির অভিষেক  অনুষ্ঠান সম্পুর্ন।

প্রকাশিত,২৪,ফেব্রুয়ারি

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি পটিয়া উপজেলা শাখার  নতুন কমিটির অভিষেক  রাইফেল ড্র অনুষ্ঠান সম্পুর্ন হয়েছে।  (২৪ ফেব্রুয়ারী সোমবার) দুপুরে দি কিং অব  পটিয়া কমিউনিটি সেন্টারে  আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপজেলা কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সাধারণ বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম।  পটিয়া উপজেলা কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সভাপতি 

জয়দেব বড়ুয়ার সভাপতিত্বে  অলক চক্রবর্তী 

পরিচালনায়  অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক  আবদুর রাজ্জাক, প্রধান বক্তা ছিলেন এম.আর.পি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান  আনিস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা  গ্রাম ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে  মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ ফোরকান, মোজাফফর  আলম, শেখ মোহাম্মদ, মোহাম্মদ জসিম উদ্দিন,সাইফুল ইসলাম, কবির হোসেন, নয়ন চৌধুরী, সুজন দে, মোঃ আলমগীর, রফিকুল আলম, শাহজালাল সহ আরোও অনেকে  প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এমআরপি নীতিমালা সর্বস্তরে বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে একাগ্রতার সাথে কাজ করতে হবে।  পরিবর্তনশীল মূল্য এবং সার্বিক পরিস্থিতির কারণে আমাদের কিছুটা সময় লেগেছে সত্য তবে এমআরপি নীতিমালা বাস্তবায়নের ব্যবসায়ী এবং ক্রেতারা শিগগিরই সুফল ভোগ করবেন। ‘একতাই শক্তি’ এই নীতিতে এমআরপি নীতিমালা বাস্তবায়নে পটিয়া উপজেলার সকল ওষুধ ব্যাবসায়ীরা  সবাই একযোগে কাজ করে যাবো বলে এই অভিষেক অনুষ্ঠানে 

আগত সবাই দৃঢ় প্রতিজ্ঞা ব্যাক্ত করেন।

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 
২৪/০২/২৫ ইং।