প্রকাশিত,২৭, এপ্রিল,২০২৪
পটিয়া চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের
ছুরিকাঘাতে অপর কিশোর গ্যাং লিডার
নিহত হয়েছে। নিহত কিশোর গ্যাং লিডার পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত
জাফর আহমদের ছেলে রাজু হোসেন রাসেল (২৭)। হত্যাকারী একই এলাকার উত্তম
চৌধুরীর পুত্র এবং শম্ভু চৌধুরী নাতি এলাকার কিশোর গ্যাং লিডার জুয়েল চৌধুরী প্রকাশ জুলু। গতকাল শনিবার বিকেল ৪টায় সুচক্রদন্ডী পল্লী মঙ্গল মন্দিরের পাশে এই হত্যাকান্ড ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার জুয়েল চৌধুরী প্রকাশ জুলু ও তার সঙ্গীরা ডেকে নিয়ে অপর কিশোর গ্যাং লিডার রাজুকে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। হত্যাকারী জুয়েল চৌধুরী জুলুর বিরুদ্ধে এলাকায় চুরি ,ডাকাতি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে পটিয়া থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানিয়েছেন। রাজুর
বিরুদ্ধেও পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। নিহত রাজু এর আগে র্যাবের হাতে গ্রেফতার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। সেই থেকে তাকে গুলি রাজু বলে কিশোর গ্যাং সদস্যরা নামকরণ করে।কিশোর গ্যাং লিডার জুয়েল চৌধুরী জুলু (২৫) দাপটে এলাকার লোকজন সারাক্ষণ তটস্থ থাকেন। এলাকায় বাড়িঘরে চুরি, ছিনতাই ও
চাঁদাবাজি ও মারামারির কারণে জুয়েল চৌধুরী জুলুর বিরুদ্ধে মানুষ মুখ খুলতেও ভয় পায়। স্থানীয় কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন জানিয়েছেন, এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনকে একাধিকবার ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
27/04/24