প্রকাশিত,১৮, মার্চ,২০২৪
পটিয়া চট্টগ্রাম) প্রতিনিধি:-+
আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে আগামী ২৯ মার্চ উপজেলার হাইগাঁও হযরত মা ফাতেমা (রা:) মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল ও ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হবে ।
এই উপলক্ষে এক প্রস্তুতি সভা পটিয়া এপেক্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে পটিয়ার ডাকবাংলাস্ত একটি হলে অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা।প্রধান বক্তা ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান লিয়াকত আলী, সেক্রেটারি এন্ড ডিএনই এডিটর এপেক্সিয়ান মোরশেদুর রেজা সবুজ ,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন,প্রবাসী ওসমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি আব্দুল হাকিম রানা বলেন পৃথিবীতে সবচেয়ে মানব সেবা হচ্ছে উত্তম কাজ। এপেক্স ক্লাব পটিয়া মানবিক কাজের মাধ্যমে সমাজে যে কাজগুলো করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। তাদের প্রতিপাদ্য যে বিষয় (কম ভাগ্যবান মানুষের মুখে হাসি ফুটানো) তা অসাধারণ চিন্তা চেতনা ,আমি মানবিক ও সামাজিক এ ধরনের কাজে অন্যান্য সংগঠন এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
১৭;০৩;২৪ ইং।
আপনার মতামত লিখুন :