পটিয়ায় এপেক্সিয়ান মীর  এরশাদুর রহমান সংর্বধিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-৩০, ২:৫৮ অপরাহ্ন /
পটিয়ায় এপেক্সিয়ান মীর   এরশাদুর রহমান সংর্বধিত।

প্রকাশিত,৩০, জুলাই,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

( আন্তজার্তিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার ফ্লোর মেম্বার বিশিষ্ট সমাজ সেবক এপেক্সিয়ান মীর এরশাদুর রহমান গতকাল পবিত্র হজ্জব্রত পালন শেষে চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ীতে আগমন করলে পটিয়া এপেক্স ক্লাবের প্রতিনিধিবৃন্দ এক সংবর্ধনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট  এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, ফাউন্ডার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, সেক্রেটারি এন্ড ডিএনএ এডিটর এপেক্সিয়ান লিয়াকত আলী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ মীর এরশাদুর রহমান দীর্ঘদিন পবিত্র হজ্ব পালনে সৌদি আরব অবস্থান করে সুস্থতার সাথে দেশে ফিরে আসায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তাকে ফুল দিয়ে সংর্বধিত করেন ও তিনি যেন সমাজের মানুষের জন্য আরও বেশি বেশি মানবিক কাজ করতে পারেন সে আশাবাদ প্রকাশ করেন।

সেলিম চৌধুরী 

পটিয়া চট্টগ্রাম