পটিয়ায় ইমাম বুখারী (রঃ) হজ্ব কাফেলা ট্রাভেল এজেন্সির উদ্বোধন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-২৬, ৩:০৭ অপরাহ্ন /
পটিয়ায় ইমাম বুখারী (রঃ) হজ্ব কাফেলা ট্রাভেল এজেন্সির  উদ্বোধন।

প্রকাশিত,২৬, জানুয়ারি,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

চট্টগ্রামের পটিয়ায় ইমাম বুখারী (রঃ) হজ্ব কাফেলা’র ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পটিয়া মুন্সেফ বাজারস্থ কালিবাড়ি রাস্তার দক্ষিণ পাশে ২য় তলায় এই অফিসের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, যুবলীগ নেতা ডি. এম জমির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, এজেন্সির স্বত্বাধিকারী ইকবাল হোসেন, আকতার হোসেন, বেলাল হোসেন, মুহাম্মদ তসকির, মুহাম্মদ আইয়ুব ও আমান উল্লাহ আমিরী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমান সামার কান্দি।

তাদের সেবাসমূহ হলো_ হজ্ব, ওমরা, সকল প্রকার ভিসা প্রসেসিং, আন্তর্জাতিক ও অভ্যান্তরিন বিমানের টিকেট, ম্যান পাওয়ার ও পাসপোর্ট তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান।

উল্লেখ্য, শীগ্রই চট্টগ্রাম শহরে তাদের আরো দুইটি শাখার উদ্বোধন করার কথা রয়েছে।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

২৬/০১/২৪