প্রকাশিত,০৬, জানুয়ারি,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে গভীর রাতে নৌকা প্রতীকের প্রার্থী ও
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম
চৌধুরীর নির্বাচনী অফিস স্বতন্ত্র প্রার্থীর লোকজন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে কোলাগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলান্ধা
গরীব আলী শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকার লোকজন ঘটনাস্থলে গেলে
দুস্কৃতিকারীরা স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ঈগল, ঈগল বলে স্লোগান দিয়ে ফিরে যান।
জানা গেছে, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলীয় মনোনয়ন পাননি তিনবারের সংসদ
সদস্য সামশুল হক চৌধুরী। এখানে দলীয় প্রতীক পেয়েছেন বীরমুক্তিযোদ্ধা
মোতাহেরুল ইসলাম চৌধুরী। শুক্রবার রাত ১টার দিকে কোলাগাঁও নলান্ধা মাজার
এলাকায় বর্হিরাগত সন্ত্রাসীরা দলীয় অফিসে আগুন দিয়েছে। কোলাগাঁও ইউনিয়ন
পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ নূর জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর
অনুসারী শামসুল ইসলাম চেয়ারম্যান, বদিউল আলম তুষার, শুক্কুর, ইকবাল
আহমদের নেতৃত্বে সন্ত্রাসীরা নৌকা প্রতীকের অফিসে আগুন দিয়েছে। বিষয়টি থানা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক
সহ সভাপতি বশিরুল আলম বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০৬/০১/২৪